বয়সের চেয়ে বোঝাটা বড়
না ফুটতে বোধের বোল শৈশব ভরিল কোল
যে শিশু হারিয়েছে শৈশব
বিবাহিত তবুও শিশু
নীলফামারী জেলা রংপুর বিভাগে অবস্থিত। আয়তনে ১৫০০ বর্গকিলোমিটার এই জেলায় আছে নদীবিধৌত এলাকা আর জঙ্গল।
ইমেজ যেখানে কাজ করছে, সেই নীলফামারী সদর উপজেলার জনসংখ্যা ৪৩০,০০০ এর ওপর, আছে ১০০,০০০ পরিবার। জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, তাদের মধ্যে ৪৩,০০০ এর বয়স ১০ থেকে ১৯ এর ভেতর। সমগ্র নারী জনগোষ্ঠীর দুই-তৃতীয়াংশের বেশি বিবাহিত।
উত্তর এবং পূর্বে ভারতের সাথে সীমান্ত আছে কুড়িগ্রামের। এই উপজেলায় আছে ১৯০০ গ্রাম আর আয়তন ২২০০ বর্গকিলোমিটার।
এ উপজেলার মোট জনসংখ্যা ৩১২,০০০ তার মাঝে নারী ১৬০,০০০। এখানে পরিবার আছে মোট ৭২,০০০। মোট নারীর ১০৫,০০০ বিবাহিত। ১০ থেকে ১৯ বছর বয়সী নারী আছেন ৩১,০০০।
গাইবান্ধা সদরে ইমেজ এর এলাকাটি ২০০০ বর্গকিলোমিটার। এই জেলায় নদী আছে এবং বেশ নদীভাঙ্গন দেখা যায়।
এই উপজেলার জনসংখ্যার অর্ধেকের কিছু বেশি নারী, তাদের সংখ্যা ২২৩,০০০। আর মোট জনসংখ্যা ৪৪০,০০০। ১০ থেকে ১৯ বছর বয়সী মেয়ের সংখ্যা ৪০,০০০। মোট নারীর মধ্যে আনুমানিক ১৫২,৩৯৮ জন বিবাহিত।